কাকতাড়ুয়া উপন্যাসের mcq (বহুনির্বাচনি প্রশ্নের উত্তর) PDF সংগ্রহ

কাকতাড়ুয়া উপন্যাসের mcq প্রশ্নের উত্তর আজকের পোস্টে দেওয়া আছে। কাকতাড়ুয়া একটি জনপ্রিয়য় উপন্যাস। এর আগের পোস্টে কাকতাড়ুয়া উপন্যাসের  সৃজনশীল প্রশ্নের উত্তর পাবলিশ করা হয়েছে। আপনারা চাইলে সেগুলো অনুশীলন করতে পারেন। অনেক শিক্ষার্থী গুগল থেকে কাকতাড়ুয়া উপন্যাসের বহুনির্বাচনি প্রশ্নের উত্তর সংগ্রহ করতে চায়।

তাই তাদের জন্য এই পোস্টে গুরুত্বপূর্ণ কিছু mcq ও বহুনির্বাচনি প্রশ্ন উত্তর সহকারে দেওয়া আছে। এগুলো আপনারা চাইলে পরীক্ষার প্রস্তুতির জন্য অনুশীলন করতে পারবেন। আর এই প্রশ্ন গুলো আপনারা পিডিএফ ফাইলে সংগ্রহ করতে পারবেন। তো আজকের এই পোস্ট টি সম্পূর্ণ পড়ুন এবং আমাদের সাথে শেষ পর্যন্ত থাকুন। তাহলে আজকের পোস্ট টি শুরু করা যাক।

কাকতাড়ুয়া উপন্যাসের  সৃজনশীল প্রশ্নের উত্তর

আপনারা চাইলে কাকতাড়ুয়া উপন্যাসের সৃজনশীল প্রশ্ন গুলো এই পোস্ট থেকে সংগ্রহ করতে পারবেন। আমাদের ওয়েবসাইটে এই উপন্যাসের গুরুত্বপূর্ণ ও কমন সৃজনশীল প্রশ্ন গুলো শেয়ার করেছি। নিচে একটি লিঙ্ক দেওয়া আছে। যারা যরা কাকতাড়ুয়া উপন্যাসের সৃজনশীল প্রশ্ন গুলো পড়তে চান তারা নিচের লিঙ্কে ক্লিক করুন। এবং সৃজনশীল প্রশ্ন গুলো সংগ্রহ করুন।

সৃজনশীল প্রশ্নের উত্তর 

কাকতাড়ুয়া উপন্যাসের mcq

এখানে কাকতাড়ুয়া উপন্যাসের mcq গুলো দেওয়া আছে। এই বহুনির্বাচন প্রশ্ন গুলো খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনাদের সাথে শেয়ার করেছি। mcq গুলো সংগ্রহ করতে অথবা পড়তে নিচে দিকে চলে যান।

১। বুধা কার বোঝা এগিয়ে দিয়েছিল  ?
ক. রানি
খ. হরিকাকু
গ. নোলকবুয়া
ঘ. চাচার

উত্তরঃ গ. নোলকবুয়া

২। উপন্যাস কোন যুগের সৃষ্টি ?
ক. প্রাচীন
খ. মধ্য
গ. আদি – মধ্য
ঘ. আধুনিক

উত্তরঃ  ঘ. আধুনিক

৩। শান্তি কমিটির চেয়ারম্যানকে হয়েছিল ?
ক. মতিউর
খ. আহাদ মুন্সি
গ. হরিবাবু
ঘ. হাশেম খান

উত্তরঃ  খ. আহাদ মুন্সি

৪। কে বুধাকে ‘ ছন্নছাড়া ‘ নামে ডাকত ?
ক. নোলক বুয়া
খ. হরিকাকু
গ. আতা ফুপু
ঘ. হাশেম মিয়া

উত্তরঃ ক. নোলক বুয়া

৫। নোলক বুয়া অবাক বিস্ময় যা বলে,  তা হলো –
i. ওরা তো আবার আসবে
ii. যখন যাকে পাবে তাকে মারবে
iii.আমরা ছেড়ে দিবো না

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii     খ. i ও iii

গ. ii ও iii     ঘ.  i, ii ও iii

উত্তরঃ ক. i ও ii

৬। বুধা কাকে ভিতুর ডিম বলেছিল?
ক.  কুন্তিকে
খ.  রানিকে
গ.  ফুলকলিকে
ঘ. মধুকে

উত্তরঃ খ.  রানিকে

৭। গাঁয়ের লােকে বুধাকে কী নামে ডাকে?
ক.  কাকতাড়ুয়া
খ.  ছন্নছাড়া
গ. জয় বাংলা
ঘ.  মানিক রতন

উত্তরঃ ক.  কাকতাড়ুয়া

৮। তিনুর বয়স কত বছর ছিল?
ক.  এক
খ.   দেড়
গ.  দুই
ঘ. আড়াই

উত্তরঃ খ.   দেড়

৯। এখন থেকে তােকে আমি যুদ্ধ ডাকব, বুধা।’- এ কথা বলেছে কে?
ক. রানি
খ.  ফুলকলি
গ.  আলি
ঘ.  মিঠু

উত্তরঃ খ.  ফুলকলি

১০। শাহাবুদ্দিন-
i. মুক্তিযোদ্ধা কমান্ডার
ii. আর্ট কলেজের ছাত্র
iii. দেশপ্রেমিক

নিচের কোনটি সঠিক?

ক. i
খ. ii
গ. iii
ঘ.  i, ii ও iii

উত্তরঃ ঘ.  i, ii ও iii

কাকতাড়ুয়া উপন্যাসের mcq প্রশ্নের উত্তর

২০। উপন্যাস হচ্ছে –
i. দীর্ঘ রচনা
ii. সৃষ্টিশীল রচনা
iii. সংক্ষিপ্ত প্রবন্ধ

নিচের কোনটি সঠিক?

ক. i
খ. i ও ii
গ. ii
ঘ. iii

উত্তরঃ খ. i ও ii

২১। লােকে জানুক যে আমি স্বাধীনতার যুদ্ধে শহিদ হয়েছি- উক্তিটি কার?
ক. মিঠুর
খ.  আহাদ মুন্সির
গ.   কুন্তির
ঘ. বুধার

উত্তরঃ ঘ. বুধার

২২। বুধাকে মাটি কাটার দলে নেওয়ার জন্য মতিউর কাকে গালাগালি করে?
ক. ফজু মিয়াকে
খ. শাহাবুদ্দিনকে
গ. হরি কাকুকে
ঘ. আলিকে

উত্তরঃ ক. ফজু মিয়াকে

২৩। বুধার চাচাতাে ভাই-বােনের সংখ্যা কত জন?
ক. ছয়
খ. সাত
গ. আট
ঘ. নয়।

উত্তরঃ গ. আট

২৪। ‘সােনার ঘর’ বলতে কী বােঝানাে হয়েছে?
ক. আশ্রয়স্থল
খ. আশ্রয়ের সংকট
গ. একাকিত্ব
ঘ.আশ্রয়হীন

উত্তরঃ  খ. আশ্রয়ের সংকট

২৫। ডালাভরা বাজার করতে পারলে হাশেম মিয়া-
i. আনন্দে আত্মহারা হয়
ii. হরিকাকাকে বাসায় খেতে বলে
iii. বুধাকে বাসায় খেতে ডাকে

নিচের কোনটি সঠিক?
ক.  i
খ. i ও iii
গ. ii
ঘ. iii

উত্তরঃ খ. i ও iii

২৬। কে বেশি সওদা করতে পারলে আত্মহারা হয়ে যায়?
ক. হরিকাকু
খ.  নােলক বুয়া
গ. হাশেম মিয়া
ঘ.  আহাদ মুন্সি।

উত্তরঃ গ. হাশেম মিয়া

২৭। কোন বিশ্ববিদ্যালয় সেলিনা হােসেনকে ডিলিট উপাধি দেয়?
ক.  কলকাতা বিশ্ববিদ্যালয়
খ.ঢাকা বিশ্ববিদ্যালয়
গ. যাদবপুর বিশ্ববিদ্যালয়
ঘ. রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়

উত্তরঃ ঘ. রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়

২৮। সেলিনা হোসেনের মোট উপন্যাসের সংখ্যা কত টি ?
ক. ৭৭
খ. ৬১
গ. ৫৮
ঘ. ২৪

উত্তরঃ  গ. ৫৮

২৯। ‘ আখ্যানভাগ ‘ অর্থ কী ?
ক. সংলাপ
খ. কাহিনি – সমগ্র
গ. বর্ণনার ভঙ্গি
ঘ. চরিত্র নির্বাচন

উত্তরঃ খ. কাহিনি – সমগ্র

৩০। সেনাবাহিনী বাজারে –
i. আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিল
ii. ক্যাম্প স্থাপন করেছিল
iii. গুলি করে মানুষ হত্যা করেছিল

নিচের কোনটি সঠিক?
ক. i
খ. ii
গ. i ও iii
ঘ. iii

উত্তরঃ গ. i ও iii

কাকতাড়ুয়া উপন্যাসের বহুনির্বাচনি প্রশ্নের উত্তর

অনেক শিক্ষার্থী কাকতাড়ুয়া উপন্যাসের বহুনির্বাচনি প্রশ্নের উত্তর গুলো অনুসন্ধান করে থাকে। তাই তাদের জন্য এখানে বহুনির্বাচনি প্রশ্ন গুলো  দেওয়া আছে, যেগুলো অনুশীলন করলে আপনারা অনেক উপক্রিত হবেন। নিচে থেকে বহুনির্বাচনি প্রশ্ন গুলো দেখেনিন।

উত্তরঃ খ. দেড় বছর

১৬. ‘ও দুঃখকে হিংস্র শকুনই ভাবে’। এর কারণ হলো—
i. মগজের ভেতরে শুনতে পায় শকুনের পাখার ঝাপটানি
ii. শুনতে পায় শকুনের শক্ত চঞ্চুর ঠোকরানোর শব্দ
iii. ওর সামনে জেগে ওঠে একটি ভয়াবহ কুটিল রাত

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

উত্তরঃ ঘ. i, ii ও iii

১৭. বুধার কয়জন চাচাতো ভাইবোন আছে?
ক. ছয়জন
খ. সাতজন
গ. আটজন
ঘ. নয়জন

উত্তরঃ গ. আটজন

শেষ কথা

আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আশা করছি এই পোস্ট থেকে কাকতাড়ুয়া উপন্যাসের  mcq ও বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর সংগ্রহ করতে পেরেছেন। এই পোস্ট টি ভালোলেগে থাকলে শেয়ার করতে পারেন।  এই রকম আরও ভালো ভালো পোস্ট পেতে আমাদের সাথেই থাকবেন। নিচে আপনাদের জন্য শিক্ষামূলক কিছু পোস্ট দেওয়া আছে দেখেনিতে পারেন। ভালোথাকবেন, সুস্থ থাকবেন।