বায়ান্নর দিনগুলো mcq প্রশ্নের উত্তর সংগ্রহ করতে চান তাহলে আজকের পোস্ট টি সম্পূর্ণ পড়ুন। একাদশ- দ্বাদশ শ্রেণির বাংলা ১ম পত্রের একটি অনুচ্ছেদ হচ্ছে বায়ান্নর দিনগুলো। এই প্রবন্ধের অনেক ধরনের mcq রয়েছে, যেগুলো আপনাদের বোর্ড বইয়ে দেওয়া নেই। তাই অনেক শিক্ষার্থীরা গুগল থেকে বায়ান্নর দিনগুলো mcq ও বহুনির্বাচনি প্রশ্ন গুলো খুঁজে থাকে। আপনি যদি এইচ এস সি পরীক্ষার্থী হয়ে থাকেন বা পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চা তাহলে আমাদের দেওয়া এই বহুনির্বাচনি প্রশ্ন গুলো অনুশীলন করতে পারেন।
এই গল্পের সৃজনশীল প্রশ্ন গুলো আমাদের ওয়েবসাইটে পাবলিশ করা হয়েছে, সেগুলো দেখেনতে পারেন। আমরা এই পোস্টে যেগুলো খুব গুরুত্বপূর্ণ সেই সব mcq গুলো আপনাদের সাথে শেয়ার করেছি। তাই আপনারা অনুশীলনের জন্য আমাদের দেওয়া এই প্রশ্নের উত্তর গুলো দেখেনিতে পারেন। নিচে mcq গুলো সঠিক উত্তর সহকারে দেওয়া আছে দেখেনিন।
বায়ান্নর দিনগুলো mcq
এখানে mcq গুলো পেয়ে যাবেন। আপনাদের জন্য এর সাথে সঠিক উত্তর দিয়ে দেওয়া আছে। তো যাদের যাদের বহুনির্বাচনি প্রশ্ন গুলো প্রয়োজন তারা নিচে থেকে দেখেনিন। অথবা আপনার প্রয়োজনে সংগ্রহ করেনিন।
১. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ফরিদপুর জেলে পাঠানো হয়েছিল কেন?
ক.পরিদর্শনের জন্য
খ. সরকারি নির্দেশে
গ. রাজনৈতিক কারণে
ঘ. আইনি কারণে
উত্তরঃ খ
২. বঙ্গবন্ধুকে খুবই ভালোবাসত এবং শ্রদ্ধা করত কে?
ক. সুবেদার
খ. সুপারিনটেনডেন্ট
গ. ডেপুটি কমিশনার
ঘ. জেল সুপার
উত্তরঃ ক
৩. ১৫ ফেব্রুয়ারি আর কাকে জেলগেটে আনা হয়েছিল?
ক. মহিউদ্দিন আহমদকে
খ. শামসুদ্দিনকে
গ. আমীর হোসেনকে
ঘ. খান সাহেব ওসমান আলীকে
উত্তরঃ ক
৪. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাত কয়টায় স্টেশনে পৌঁছেছিলেন?
ক. ৯টা
খ. ১০টা
গ. ১১টা
ঘ. ১২টা
উত্তরঃ গ
৫. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কার আসতে দেরি হবে ভেবে চা খেতে চাইলেন?
ক. নেতাকর্মীদের
খ. জেল অফিসারের
গ. মহিউদ্দিনের
ঘ. বন্ধুদের
উত্তরঃ খ
৬. বঙ্গবন্ধুকে ঢাকা থেকে নারায়ণগঞ্জে নেওয়া হয়েছিল কিসে করে?
ক. ঘোড়ার গাড়িতে
খ. নৌকায়
গ. জাহাজে
ঘ. ট্যাক্সিতে
উত্তরঃ ঘ
৭. বঙ্গবন্ধু কোথায় পৌঁছে খবর পেলেন জাহাজ ছেড়ে চলে গেছে?
ক. ঢাকার সদরঘাটে
খ. চন্ডীপুর ঘাটে
গ. মেঘনা ঘাটে
ঘ. নারায়ণগঞ্জ ঘাটে
উত্তরঃ ঘ
৮. মহিউদ্দিন কে ছিলেন?
ক. আওয়ামী লীগের কর্মী
খ. আওয়ামী লীগের নেতা
গ. চায়ের দোকানের মালিক
ঘ. জেল অফিসার
উত্তরঃ ক
৯. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতে কোন মৃত্যুতে শান্তি আছে?
ক. নীরব সাধনায়
খ. অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে
গ. সংগ্রামশীলতায়
ঘ. স্বাধীনতা যুদ্ধে
উত্তরঃ খ
১০. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন জেলগেটে আধা ঘন্টা দেরি করেন?
ক. ফরিদপুর জেলগেটে
খ. ময়মনসিংহ জেলগেটে
গ. নারায়ণগঞ্জ জেলগেটে
ঘ. ঢাকা জেলগেটে
উত্তরঃ ক
১১. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
ক. ১৯১০
খ. ১৯২০
গ. ১৯৩০
ঘ. ১৯৪০
উত্তরঃ খ
১২. ১৯৭০ সালের নির্বাচনে কোন দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে?
ক. যুক্তফ্রন্ট
খ. কৃষক – প্রজা পার্টি
গ. সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট
ঘ. আওয়ামী লীগ
উত্তরঃ ঘ
বায়ান্নর দিনগুলো mcq প্রশ্নের উত্তর
১৩. কত তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারামুক্তির আদেশ এসেছিল?
ক. ২৭ শে ফেব্রুয়ারি
খ. ২৭ শে মার্চ
গ. ২৭ শে এপ্রিল
ঘ. ২৭ শে মে
উত্তরঃ ক
১৪. পাকিস্তান সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মুক্তি দিয়েছিল কেন?
ক. বাধ্য হয়ে
খ. বিদেশি চাপে
গ. দলীয় চাপে
ঘ. মানবতাবোধে
উত্তরঃ ক
১৫. কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে-পায়ে গরম সরিষার তেল মালিশ করে দিত?
ক. মহিউদ্দিন
খ. একজন কয়েদি
গ. ডাক্তার
ঘ. নার্স
উত্তরঃ খ
১৬. জেলমুক্তির কত দিন পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাড়িতে ফিরেছিলেন?
ক. ৩ দিন
খ. ৪ দিন
গ. ৫ দিন
ঘ. ৬ দিন
উত্তরঃ গ
১৭. “এদের কি দয়ামায়া আছে?” বঙ্গবন্ধুর স্ত্রীর এই বক্তব্যে ‘এদের’ বলতে কাদের বোঝানো হয়েছে?
ক. ডাক্তারদের
খ. পুলিশদের
গ. কয়েদিদের
ঘ. পাকিস্তান সরকারের
উত্তরঃ ঘ
১৮. ছেলে কামাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে চিনতে পারছিল না কেন?
ক. স্মৃতিশক্তি লোপ পাওয়ায়
খ. অনেক দিন না দেখায়
গ. অপরিচিত বলে
ঘ. স্মৃতিশক্তি কম বলে
উত্তরঃ খ
১৯. ‘বায়ান্নর দিনগুলো’ রচনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক’জন সন্তানের নাম উল্লেখ আছে?
ক. ২ জন
খ. ৩ জন
গ. ৪ জন
ঘ. ৫ জন
উত্তরঃ ক
২০. “আমি তো তোমারও আব্বা” বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ কথাটি কার উদ্দেশে বলেন?
ক. হাসিনার
খ. কামালের
গ. জামালের
ঘ. রেহানার
উত্তরঃ খ
২১. যারা শাসন করছে তারা অপনজন নয়- একথা কারা বুঝতে শুরু করেছিল?
ক. গ্রামের সাধারণ মানুষ
খ. বঙ্গবন্ধুর সন্তানরা
গ. বিদেশিরা
ঘ. বঙ্গবন্ধুর স্ত্রী
উত্তরঃ ক
২২. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্তির কত দিন পর মহিউদ্দিন আহমদকে মুক্তি দেওয়া হয়?
ক. ১ দিন
খ. ২ দিন
গ. ৩ দিন
ঘ. ৪ দিন
উত্তরঃ ক
বায়ান্নর দিনগুলো বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
অনেকে বায়ান্নর দিনগুলো বহুনির্বাচনি প্রশ্নের উত্তর পড়তে চায়। তাই তাদের জন্য এখানে কিছু গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নের উত্তর দেওয়া আছে। আপনারা এগুলো সংগ্রহ করতে চাইলে নিচের দিকে চলে যান।
২৩. ভিক্টোরিয়া পার্কের বর্তমান নাম কী?
ক. সোহরাওয়ার্দী উদ্যান
খ. রমনা পার্ক
গ. ধানমন্ডি পার্ক
ঘ. বাহাদুর শাহ্ পার্ক
উত্তরঃ ঘ
২৪. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ সন্তান কে?
ক. শেখ জামাল
খ. শেখ কামাল
গ. শেখ হাসিনা
ঘ. শেখ রেহানা
উত্তরঃ গ
২৫. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ ভ্রাতার নাম কী?
ক. শেখ নাসের
খ. শেখ আবদুল্লাহ
গ. আবদুর রব সেরানিয়াবাত
ঘ. শেখ হাসান
উত্তরঃ ক
২৬. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী লেখায় কে সবচেয়ে বেশি প্রেরণ দিয়েছেন?
ক. শেখ ফজিলাতুনেড়বসা মুজিব
খ. শেখ নাসের
গ. শেখ জামাল
ঘ. শেখ কামাল
উত্তরঃ ক
২৭. পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের লোককে কী বলে?
ক. মারাঠি
খ. বেলুচি
গ. পাঞ্জাবি
ঘ. পাকিস্তানি
উত্তরঃ খ
২৮. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ঢাকা সেনানিবাসে আটকে রাখার কারণ কী?
ক. ভাষা আন্দোলন
খ. ছয় দফা দাবি
গ. আগরতলা মামলা
ঘ. স্বাধীনতা সংগ্রাম
উত্তরঃ গ
২৯. ভাষা আন্দোলনে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণের জন্য দায়ী কে?
ক. মুহাম্মদ আলী জিনড়বাহ্
খ. নুরুল আমিন
গ. নাজিম উদ্দিন
ঘ. টিক্কা খান
উত্তরঃ খ
৩০. বাঙালি জাতির কাছে খোন্দকার মোশতাক আহমদ নিন্দিত কেন?
ক. মুক্তিযুদ্ধে বিরোধিতা করায়
খ. ভাষা আন্দোলনে বিরোধিতা করায়
গ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যায় গোপন ষড়যন্ত্র, সমর্থন ও সহায়তার জন্য
ঘ. বাংলাদেশকে ধ্বংসে সমর্থনের জন্য
উত্তরঃ গ
৩১. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন জেলে বসে আত্মজীবনী লেখা শুরু করেন?
ক. কাশিমপুর কারাগারে
খ. ঢাকা সেন্ট্রাল জেলে
গ. করাচি জেলে
ঘ. পাঞ্জাব জেলে
উত্তরঃ খ
বায়ান্নর দিনগুলো সৃজনশীল প্রশ্ন
এখানে বায়ান্নর দিনগুলো সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে। আপনারা যারা যারা পরীক্ষার জন্য সৃজনশীল অনুশীলন করতে চান তারা এগুলো দেখতে পারেন। আপনারা সৃজনশীল টি নিজে নিজে উত্তর লেখা চেষ্টা করুন। যদি না করতে পারেন তাহলে নিক্সচে উত্তর দেওয়া আছে। নিচে থেকে প্রশ্নের উত্তর টি দেখেনিন।
পিডিএফ সংগ্রহ
শেষ কথা
আশা করছি এই পোস্ট টি আপনাদের কাছে ভালোলেগেছে। এই পোস্ট টি ভালোলেগে থাকলে শেয়ার করতে পারেন। আশা করছি এই পোস্ট থেকে আপনারা বায়ান্নর দিনগুলো mcq ও বহুনির্বাচনি প্রশ্নের উত্তর সংগ্রহ করতে পেরেছেন। এই রকম আরও ভালো ভালো পোস্ট পেতে আমাদের সাথেই থাকবেন। আজকের মতো এখানেই শেষ। ভালোথাকবেন, সুস্থ থাকবেন। আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
See More:
কাকতাড়ুয়া উপন্যাসের mcq (বহুনির্বাচনি প্রশ্নের উত্তর) PDF সংগ্রহ
কাকতাড়ুয়া উপন্যাসের সৃজনশীল প্রশ্ন ও উত্তর PDF